Hasan al Banna

[B.A (Hons), M.A ( D.U) L.L.B.]

I am Hasan al Banna, Fiction-writer, Journalist and Columnist of Bangladesh. I raise my voice in favour of Democracy, Humanity and Independence.

I hold the pen for world oppressed humanity. I awaken the world against all imperialism and hegemony.

I'm in here


• Senior Reporter: AmaderShomoy.com
• Reguler Column Writer: The Daily Jugantor, The Daily Manabjamin, The Daily Bhorer Dak
• Deputy-Editor: The Weekly Desh Shomoy
• Ex-Editor (Shahitto Pata): Daily Amar Barta
• Ex-Editor (Shahitto Pata): Daily Bangladesh Bulletin
• Unit Chief: Dhaka Union of Journalists (DUJ)
• Councillor: Bangladesh Federal Union of Journalists (BFUJ)
• Bangladesh Correspondent: Bangla Hant (India)
• Member: Indian Media Council (IMC)
• Lecturer: Dept. of Mass Media and Journalism, The University of Comilla (UNIC)

Hasan al Banna

Have affection for

আমার আমি

মানবতার পক্ষে কলম ও আমার ভালোবাসা

মানবেতর জীবন-যাপন মনকে আলোড়িত করে। গণতান্ত্রিক মূল্যবোধের ওপর বলদর্পিত ধর্ষণকাণ্ড মনকে বিষিয়ে তোলে, করে তোলে বিপ্লবী। সচেতন জনমনের কথা ও কাজ আমাকে আস্বস্ত করে। ভালোবাসি এসব ভাবতে ও লিখতে।

সত্যের সমর্থন ও উদঘাটন

জাতীয় ও আন্তর্জাতিকতার চোখে পরিবেশ-প্রতিবেশ দেখি, দেখি মানুষের পৃথিবী। তাই মানবিক সৌন্দর্যে সত্যের স্বপক্ষে থেকে, সমাজ ও সংসারে বিরাজমান কদর্য, অসুর ও অমানবিকতার নিহিত কারণ উদঘাটনে মন থাকে তৎপর।

সাংবাদিকতা

সত্য উদঘাটন ও উপস্থাপনের নেশা থেকে দায় মেনেই নিয়েছি পেশা সাংবাদিকতা। সাংবাদিক, সংবাদকর্মী ও সংযুক্ত সহযাত্রীদের জীবনের মতো ভালোবাসি। তাদের ভালবাসায় নিজেও সিক্ত হই।

পারিবারিকতায় মননশীল সময়

ব্যক্তিক ও বৈশ্বিক সবকিছুতে আমার অস্তিত্বের সমীকরণে আমার পরিবার। মা-বাবা, ভাই-বোন, নিকট পড়শী-জ্ঞাতি, সর্বপরি জীবন সঙ্গী যোগ আগত-অনাগত প্রজন্ম নিরাপদ হোক।

ভ্রমণে পাই চারণ বিদ্যা

আকৃতির মহিমায় দেশ ও দশকে ভালোবেসে ছুটে যায় মন, নগর থেকে প্রত্যন্ত প্রান্তরে। বিভিন্ন জনগোষ্ঠীর সভ্যতা-সংস্কৃতি জীবনকে নতুন করে ভাবায়, ভাবতে শেখায়। তাই, ভ্রমণ পিয়াসী মন দেশ-সীমানা পেরিয়ে কখনও কখনও দেশান্তরে হয় অন্তর্জাতিক।

নিঃস্বার্থ সেবায়

ভাবি, আর্ত-মানবতার সেবায় উৎসর্গিত হোক আমার জীবন। বঞ্চিত নিপীড়িত গণমানুষের আর্তনাদ ভীষণ টের পাই। তাদের জন্য আমার আমাদের সব চেষ্টা, প্রচেষ্টা হওয়া চাই মজবুত—টেকসই। নিরন্ন বিপণ্ণের হতে চাই নিশ্চিত ঠিকানা।

পালহীন নৌকায় যে জীব্রাল্টা পাড়ি দিয়েছে, উত্তাল সমুদ্র তার পিচঢালা পথ…

আমার কম দামী কলমের ভূবনে আপনাকে স্বাগতম

ভিডিও ব্লগ

To engage in communication with

আমায় খোঁজে নিন

Your feedback will inspire me

Please provide your details and put your comments. Let me communicate with you by my team.