দেশের মানুষের বিনোদন কোথায়?
-হাসান আল বান্না :(দৈনিক ভোরের ডাকে প্রকাশিত কলাম) প্রায় বিশ কোটি মানুষের দেশ যার বেশিরভাগই সমভূমি। পার্বত্য অঞ্চলে কিছু পাহাড় আছে। সিলেটে কিছু উঁচু নিচু টিলা আর দু’একটা ঝর্ণা আছে। এর বাইরে কক্সবাজার আর কুয়াকাটায় রয়েছে সমুদ্র সৈকত। কিন্তু এইসব পাহাড় সমুদ্র এদেশের ৯৫ ভাগ মানুষের আর্থিক সক্ষমতার বাইরে। সাথে যোগাযোগ ব্যবস্থা এবং পথঘাটে ঝক্কিঝামেলা …